তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত বিবেচনা করে জানাবে সচিবালয়

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত বিবেচনা করে জানাবে সচিবালয়
তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়া আন্দোলন করা ১০ সদস্যের প্রতিনিধি দল ইতোমধ্যে সচিবালয় থেকে বের হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর বেলা শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে ৩ দফা দাবি নিয়ে সচিবালয়ে যান। শিক্ষা উপদেষ্টা অসুস্থ তাই সচিবের সাথে কথা বলেছেন শিক্ষার্থীরা। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২) জনাব নুমেরী জামান এর সাথে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে কথা বলেন। তিনি বলেন, দাবিগুলোর কথা তারা মাথায় রেখেছেন। তিনদিনের মধ্যে তারা সিদ্ধান্ত জানাবেন।

এর আগে, সকাল থেকেই সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বৃহৎ প্লাটফর্ম " তিতুমীর ঐক্য" এর ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। 

তাদের দাবিগুলো হল- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। তিতুমীর বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের রুপরেখা প্রনয়ণ করতে হবে।
নবীনতর পূর্বতন