সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের চাষাড়া রুটে যুক্ত হলো নতুন বাস

ফিশারিজ বিভাগের নতুন চেয়ারম্যান ড. মেহেদী

সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সোনারগাঁও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জ চাষাড়া রুটে নতুন একটি বাস যুক্ত করেছে। 

গ্রীন রোড ক্যাম্পাসে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের অভাবে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই সমস্যার সম্মুখীন হচ্ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এ অসুবিধা বিবেচনায় নিয়ে নতুন এই বাস চালু করার উদ্যোগ নিয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও কম সময়ে সম্পন্ন করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

নতুন যুক্ত হওয়া এই বাস প্রতিদিন ভোর ৬টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ চাষাড়া থেকে গ্রীন রোড ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং বিকাল ৪টা ৪০ মিনিটে গ্রীন রোড ক্যাম্পাস থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ফিরে যাবে। এতে করে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে তাদের ক্যাম্পাসে পৌঁছাতে পারবেন এবং বাড়ি ফেরার সময়ও কম ভোগান্তি পোহাতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, নতুন বাসটি শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সুবিধা এনে দেবে এবং তাদের একাডেমিক কার্যক্রমে আরো মনোনিবেশ করতে সাহায্য করবে।
নবীনতর পূর্বতন