ছাত্রশিবিরের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় ৩ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রশিবিরের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় ৩ জনের বিরুদ্ধে মামলা
গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ নোয়াখালীর সদর উপজেলার মাইজদী শহরের সিনেমা হলের গলিতে নিহত চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্রী সাদিয়া ইসরাত মিমের হত্যাকারী দ্বীন মোহাম্মদ (স্বামী) কে শিবিরের কর্মী আখ্যা দিয়ে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট পোষ্ট করায় ৩ জনের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোবিপ্রবি শাখা। 

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) নোয়াখালীর সুধারাম মডেল থানায় মামলাটি করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮- ১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবু সাঈদ। তিনি ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার তথ্য সম্পাদক।

মামলায় লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার মো মোখলেসুর রহমান ছেলে সফিক আরমান, লক্ষীপুর পৌরসভার রুহুল আমিন পাটোয়ারীর ছেলে রিয়াদ পাটোয়ারী, লক্ষীপুর সদরের মুসলে উদ্দিন পাটোয়ারীর ছেলে সজীব পাটোয়ারী ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। 

মামলার এজাহারে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর আসামি ৩জন তাদের ফেসবুকে নিজ নিজ আইডিতে ইসলামী ছাত্রশিবিরের নামে মিথ্যা ও বানোয়াট তিনটি পোস্ট করেন। পোস্টে বলা হয়, নিহত মিমের স্বামী দ্বীন মোহাম্মদ নোবিপ্রবি ছাত্রশিবিরের জঙ্গি কর্মী। ফেসবুকে হিংসাত্মক ও মিথ্যা অপপ্রচার করিয়া ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণকে উস্কিয়ে দিচ্ছে এবং বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে। 

ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার আইন সম্পাদক মাহবুবুল আলম তারেক বলেন, নোয়াখালী শহরের মাইজদীতে ঘটে যাওয়া সাদিয়া ইসরাত মিমের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় তার স্বামী নোবিপ্রবি ১৮ ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদকে শিবিরের সাথে জড়িত বলে কয়েকজন সম্পুর্ন পরিকল্পিতভাবে শিবিরের উপর দায় দিয়ে তারা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছেন। যারা শিবিরকে ঘিরে সম্পুর্ন হীন রাজনৈতিক স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছেন তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু ২দিন পার হয়ে যাওয়ার পরেও তারা ক্ষমা না চাওয়ায় গতকাল শিবিরের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ নেয়া হয়েছে। 

এছাড়াও তিনি আরো বলেন, পাশাপাশি শিবিরের পক্ষ থেকে মিমের হত্যাকাণ্ডের বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করে খুনিদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার সভাপতি আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন। আমাদের প্রতিষ্ঠার পর থেকে একটি ছাত্র সংগঠন আমাদের সাথে আদর্শিক ভাবে মোকাবিলা না করতে পেরে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। গত ২৬ তারিখ মাইজদীতে ঘটে যাওয়া ঘটনাকে তারা শিবিরের ট্যাগ লাগিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তোলে। এর প্রতিবাদ স্বরূপ আমরা বিবৃতি দিয়েছি এবং দেশের আইন অনুযায়ী প্রতিকার মুলক ব্যবস্থা গ্রহণের জন্য মামলাটি করেছি। সামনে থেকে যাতে কেউ এমন কোন কিছু না করে তার জন্য সতর্কত করে

নবীনতর পূর্বতন