আবদুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি: হার্ট অ্যাটাক করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মো: মোস্তফা তারেক মৃত্যুবরণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬.৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মো: মোস্তফা তারেকের গ্রামের বাড়ি নড়াইল জেলার আলাদাতপুর গ্রামে। পরিবারে সে ছিলো বড় ছেলে তার একমাত্র ছোট বোন সে সপ্তম শ্রেণীতে পড়ে।
তার এ অকাল মৃত্যুতে পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র অবলম্বনকে হারিয়ে সবাই দিশেহারা। নিজ বিভাগেও নেমে এসেছে শোকের ছায়া।
হঠাৎ হার্ট ফেইল করে তারেক সিয়াম মারা যায় বলে জানান নোয়াখালী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: মোস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন, তাকে হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়।
এ বিষয়ে শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম বলেন, সে খুবই আন্তরিক ও ভদ্র ছেলে ছিলো । আমি তাকে বিভিন্ন সংগঠনের ভলান্টিয়ার হিসেবে বিভিন্ন সৃজনশীল কাজ করতে দেখেছি। তার এই অকাল মৃত্যুতে আমরা পুরো শিক্ষা প্রশাসন পরিবার শোকাহত।আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন,“ আমরা তার অসুস্থতার খবর শুনে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলি ডাক্তার তার মৃত্যুর খবর নিশ্চিত করার পর আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি এবং বিশ্ববিদ্যালয় হতে নিজস্ব পরিবহনের মাধ্যমে তার পরিবারের কাছে নড়াইলে লাশ পৌঁছানোর জন্য ব্যবস্থা করি। সর্বশেষ শিক্ষক ও তার সহপাঠীদের সহযোগিতায় তারেকের মৃতদেহ তার গ্রামের বাড়ি আলাদাতপুরে পাঠানোর ব্যবস্থা করি।”