নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পেইজ বা গ্রুপ পরিচালনা করতে হলে লিখিত অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া পরিচালিত পেইজ বা গ্রুপ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রকাশিত এবং ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ. মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই সতর্কতা দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত সব পেইজ বা গ্রুপের অ্যাডমিনদের দ্রুত লিখিত অনুমতি নিতে হবে। এটি নতুন বা বিদ্যমান উভয় ধরনের পেইজ বা গ্রুপের জন্য প্রযোজ্য।
নোটিশে আরও বলা হয়, অনুমতি ছাড়া পরিচালিত পেইজ বা গ্রুপের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে। প্রয়োজনে এসব পেইজ বা গ্রুপ বন্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, এ নির্দেশনার লক্ষ্য হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা এবং এর নাম ও লোগোর অপব্যবহার ঠেকানো। উপাচার্যের অনুমোদনক্রমে জারি করা এই নির্দেশনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।