বেরোবিতে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

বেরোবিতে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন( ব্রসা) কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
আজ শুক্রবার (১ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বনাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মধ্যেকার ম্যাচটি স্মারক মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় জয়লাভ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। 
বেরোবির ২২ টি ডিপার্টমেন্টেে অংশগ্রহণ করেছিল আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্টে ।সবার মধ্যেকার জমজমাট একটি খেলা হয়।দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ফাইনাল পর্যন্ত যায়।খেলায় অসাধারণ নৈপুণ্যতা দেখিয়ে বিজয়ী হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। 
উচ্ছ্বাসিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থীরা জানায়, " অনেক দল কে হারিয়ে আমরা আজ ফাইনালে এসেছি।এর আগে আন্ত বিভাগ ফুটবল খেলায় অল্পের জন্য হেরে গেছি। সেই আক্ষেপটা এবার পুরণ করতে পেরেছি। এজন্য আমি আমার দলকে কৃতজ্ঞতা জানাই।আর ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে যারা এত সুন্দর একটি খেলা আয়োজন করেছে। "

এসময় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, " এমন একটি সুন্দর আয়োজন করার জন্যে ব্রুসা-কে ধন্যবাদ। দুইদল-কে সমান অভিনন্দন জানাই।"

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সিদ্দিকুর রহমান জানান, "বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার চর্চা অব্যাহত থাকবে। আমরা উপাচার্য স্যারের কাছে আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনে অনুরোধ জানিয়েছি। আশা করি সামনের সামনে আমরা এ টুর্নামেন্টের অনুমোদন পাবো।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, " এমন সুন্দর আয়োজনে জন্যে তোমাদের ধন্যবাদ। আমাদের মাদক ছেড়ে মাঠে আসতে হবে। আজকে এ অনুষ্ঠানে ভিসি স্যারের উপস্থিত থাকার কথা ছিলো কিন্তু জরুরি কাজের জন্যে স্যার উপস্থিত থাকতে পারেননি। স্যার আমার মাধ্যমে আপনাদের অভিনন্দন জানিয়েছেন।"

এ টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের খেতাব অর্জন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী পারভেজ হাসান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্টের খেতাব অর্জন করেন একই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন।

নবীনতর পূর্বতন