পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সেবামূলক সংগঠন জোনাকির উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ নভেম্বর) বেলা দশটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ব্লাডগ্রুপিং ক্যাম্প শুরু হয়। এসময় সংগঠনটির নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন। জোনাকির এরকম সামাজিক কাজে অংশ নিয়েছেন ফার্মেসী বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। 

বিনামূল্যে ব্লাড গ্রুপিং করতে পেরে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আহমেদ বলেন,জোনাকির এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। আজকে আমি ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে জানতে পারলাম আমার রক্তের গ্রুপ বি পজেটিভ(B+) । আমাদের ক্যাম্পাসে অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ সম্পর্কে অজানা। আজকে জোনাকির ফ্রী ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন এর মাধ্যমে আমি আমার ব্লাডগ্রুপ সম্পর্কে জানতে পেরেছি। এখন আমি প্রয়োজনে যে কোনো মুমূর্ষ রোগীকে রক্তদান করতে পারবে ইনশাআল্লাহ। 


এসময় জোনাকির সহ-সভাপতি শরিফুল ইসলাম বলেন,জোনাকি মূলত একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা ২০১৬ থেকে ক্যাম্পাসে আমাদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন সময়ে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, বিনামূল্যে রক্ত দান, অসহায় রোগীদের আর্থিক সাহায্য এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্যের লক্ষ্যে ফান্ড কালেকশন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জোনাকির উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চালাচ্ছি।
নবীনতর পূর্বতন