বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের দুই দিন ব্যাপী ডে-ক্যাম্প ও দীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুই দিনব্যাপী প্রোগ্রামের কো-অর্ডিনেটর গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলম।
প্রোগ্রামের প্রথম দিন গত বৃহস্পতিবার রোভার স্কাউট গ্রুপের সহচর স্তরের রোভারদের দীক্ষা অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত দীক্ষা অনুষ্ঠানের প্রথম পর্যায় হিসেবে রোভারদের 'ভিজিল' তথা আত্মশুদ্ধিকরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার ড. মো. নাজমুল হক স্বপন, গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলম ও সহযোগী অধ্যাপক ড. টুম্পা রানী সরকার ও বিভিন্ন স্তরের রোভারবৃন্দ।
প্রোগ্রামের দ্বিতীয় অংশে গত শুক্রবার নতুন রোভার সহচরদের শপথ পাঠ করার মাধ্যমে নতুন সদস্য হিসেবে গ্রুপে যোগদান অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী ডে-ক্যাম্প, হাইকিং, ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।