পাবিপ্রবিতে ২য় বর্ষের শিক্ষার্থীদেরও নেই কোন আইডি কার্ড

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ও নেই কোন আইডি কার্ড

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচ। তাদের ক্যাম্পাসে আসা প্রায় দেড় বছর চলমান কিন্ত এখন পর্যন্ত তারা কোন ভার্সিটির আইডি কার্ড পাইনি।
গত বছরের ২রা সেপ্টেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম শুরু হয়। যাদের এখন ২য় বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস চলমান। কিন্তু তাদের নেই কোন আইডি কার্ড। 

এই ব্যাপারে ২০২২-২৩ সেশন এর শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা দূঃখ প্রকাশ করে বলেন আমরা প্রায় দেড় বছর হলো বিশ্ববিদ্যালয়ে আসছি। কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করি আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই।
বিভিন্ন সময়ে নিজেদের পরিচয় দিতে ব্যার্থ হই। অনেক সময় ব্যাবসায়ী, অটোরিকশা চালক দের সাথে তর্কে জড়াতে হয়। এছাড়াও আরেকজন বলেন আমার বাসা ঢাকার মধ্যে হওয়ায় ছুটিতে বাসায় আসলে লোকাল বাসে চলাচল করতে হয়।যার কারনে স্টুডেন্ট ভাড়া দিতে চাইলেও তাকে সমস্যায় পড়তে হয়। কারন তার কাছে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নেই। তাই প্রশাসনের নিকট অতিদ্রুত এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।
নবীনতর পূর্বতন