নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা

নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা
আব্দুর রহিম, নোসক প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখার ২০২৫ সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) নোয়াখালী শহরের একটি স্থানীয় মিলনায়তনে শাখা ছাত্রশিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

উক্ত সমাবেশে নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. ইবরাহীমকে নির্বাচিত করা হয়। একই সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিম মাহমুদ শুভকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আরমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি সমাবেশে ছাত্রশিবিরের বিভিন্ন লক্ষ্য, উদ্দেশ্য এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে আদর্শিক চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। নোয়াখালী শহর শাখার সেক্রেটারি আবদুল্লাহ আল মাহবুব সমাবেশে উপস্থিত থেকে নতুন নেতৃত্বকে শপথবাক্য পাঠ করান এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন।

নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের প্রতি সংগঠনের আদর্শ অনুযায়ী সততা, নিষ্ঠা এবং আত্মত্যাগের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, যার মূল লক্ষ্য শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে নতুন কমিটির সাফল্য কামনা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সকলের প্রত্যাশা।
নবীনতর পূর্বতন