বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি


বাকৃবি প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাকৃবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম তুষারের নেতৃত্বে সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

এসময় প্রায় শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বাকৃবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম তুষার বলেন, "জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং বাকৃবি ছাত্রদলের উদ্যোগে আজ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রমজান মাসে আমাদের মানবিক দায়িত্ব পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী, এই ধরনের কার্যক্রম ছাত্র সমাজের মধ্যে সহমর্মিতা ও একতা গড়তে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচী অব্যাহত থাকবে।"

নবীনতর পূর্বতন