বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তে মিঠাপুকুর উপজেলা সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারী রুমে শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত মিঠাপুকুরের শিক্ষকরা। তারা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও।