জাবিপ্রবি প্রতিনিধিঃ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) জামালপুর জেলা স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল কবির (মঞ্জু), জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: আবদুল্লাহ আল-মাসুদ, জামালপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল ও সাংগঠনিক সম্পাদক মো: মনজুরুল করিম সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এ ইফতার মাহফিলে সরকারি আশেক মাহমুদ কলেজ, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জামালপুর মেডিকেল কলেজ ছাত্রদলের নেতারা অংশ নেন। ছাত্রদল নেতারা বলেন, “এই ইফতার মাহফিল কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, এটি আমাদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ। জাবিপ্রবির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।” ইফতারের পূর্বে দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
অন্যদিকে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরেকটি অংশ আহ্বায়ক শাকিল আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভ্যন্তরে ইফতার মাহফিলের আয়োজন করে। এদিকে একই দিনে দুই গ্রুপের আলাদা ইফতার আয়োজনে জাবিপ্রবি ছাত্রদলে দ্বিধাবিভক্তির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে৷