ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি’ গঠিত হয়েছে। রবিবার (০৯ মার্চ) বিকেলে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহীদ কাওসার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আল মামুন।
যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাকলাইন মুস্তাক, টি এস নিরব, সাহারুল ইসলাম, ফারহানা আক্তার রিমা, ওমর ফারুক, মো. মোফাজ্জল হোসেন, মিস সাদিয়া সুলতানা ও মো. আহসান কবির। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এম ই এইচ শোভন, মো. মহিউদ্দিন, ঐশী ইসলাম, মোছা. বিনা, তৌফিক হাসান, আলী কদর, রিওন আহমেদ, রুবায়েদ আহমেদ লিমন, নূর আলম, সম্রাট হোসেন ও জাহিদ হাসান।
সংগঠনটির আহ্বায়ক মো. শাহীদ কাওসার বলেন, “মহেশপুর উপজেলা, ঝিনাইদহ জেলার একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষাক্ষেত্রে অগ্রগামী এলাকা। এখানে শিক্ষার মান উন্নত হওয়ায় প্রতিবছর একাধিক শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুযোগ লাভ করে। এই উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সেতুবন্ধন গড়ে তোলার জন্য 'মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি' গঠিত হয়েছে। এর মাধ্যমে সমাজে শিক্ষার প্রসার ঘটবে এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি পাবে। আমরা আশা করি— এই সংগঠনটি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে আরও শিক্ষামূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।”