৬ বছর কি ভাই হত্যার বিচার পাওয়ার জন্য যথেষ্ট না—প্রশ্ন আবরার ফাইয়াজের

৬ বছর কি ভাই হত্যার বিচার পাওয়ার জন্য যথেষ্ট না—প্রশ্ন আবরার ফাইয়াজের

আজ (৭ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৬ বছর পূর্ণ হচ্ছে। শহীদ হওয়ার ৬ বছর পেরিয়ে গেলেও এখনো বিচারকার্য সম্পন্ন হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ। 

পোস্টে আবরার ফাইয়াজ লেখেন, ৭ই অক্টোবর, ২০২৫। ৬ বছর হয়ে গেলো ভাইয়ার শহীদ হওয়ার। ৩ বছর পর এবার আম্মু সাথে আছে এসময়ে। ২৬ তারিখে আম্মু বলতেছে আজকে ও বাসায় আসছিল। গত পরশুদিন সম্ভবত ভাইয়ার নটরডেমের একটা ছবি আসছে সামনে, পাশের বাসায় গিয়ে মোবাইলে সেভ করে এনেছে। আজ সন্ধ্যায় এক মিডিয়ার সাথে অনলাইনে কথা বলছি ওই সময়ের ঘটনা নিয়ে, সে পুরো সময় চোখ ভিজিয়ে সামনে বসে বসে শুনলো কী বলছি। আবার, সারাদিন বলছে দেখ এ এই ছবি দিছে, ও ওইটা বলছে। আমি বুঝি না এগুলো দেখে এত কষ্ট পায় তাও কেন দেখে!

তিনি লেখেন, গত ৬ বছরে আসলে অনেক কথায় বলেছি। কিন্তু যার জন্য এত কিছু, সেই বিচার এখনো সম্পন্ন হলো না। ৬ বছর কি যথেষ্ট না? ‘Justice delayed, Justice denied.’  

তিনি আরও লেখেন, গত কয়েকমাসে এই মামলার যে রাজনীতীকরণ শুরু হয়েছে তা দেখে তো ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জাগায় স্বাভাবিক। ৬ মাস আগে হাইকোর্টের রায় হয়েছে, অথচ আপিল বিভাগে আপিলের শুনানি এখনো শুরু হলো না। খুব সম্ভবত এই সরকার আর ৪০ কার্যদিবস পাবে সুপ্রিমকোর্টের।

অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহবান জানিয়ে তিনি লেখেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন শুধু চাই, আপনারা থাকতেই বিচারের অবশিষ্ট ধাপগুলো শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করুন। পুরো দেশের মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছে। আর অবশ্যই আজকে ভাইয়ার জন্য দোয়া করবেন।  

নবীনতর পূর্বতন