শাপলা প্রতীক পাচ্ছে এনসিপি

শাপলা প্রতীক পাচ্ছে এনসিপি

নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর এবার কাঙ্ক্ষিত শাপলা প্রতীকই পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের একাধিক সূত্র খবরের কাগজকে এমন তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ইসির সম্প্রতি প্রকাশিত গেজেটে ‘শাপলা’ প্রতীক না থাকলেও দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে প্রতীকটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে সংস্থাটি। এদিকে এনসিপিকে তাদের পছন্দের শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল নির্বাচন কমিশনকে তাদের অনাপত্তির কথা জানিয়েছে।
 
নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইসিকে অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপি মনে করে, প্রতীক ইস্যু নিয়ে ইসির সঙ্গে বিরোধে জড়ানো তাদের কাজ নয়। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির সিনিয়র একজন নেতা খবরের কাগজকে জানান, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হলে তাতে তাদের আপত্তি নেই।

এদিকে এনসিপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর দলটি পুনরায় ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে। কারণ অন্য কোনো কিছু তারা দলের প্রতীক হিসেবে চায় না। 

গত ৩ অক্টোবর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এনসিপি শাপলা প্রতীক দাবি করার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে দলটির কয়েকজন নেতা তার সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলেন। আওয়ামী লীগ সরকার উৎখাতে দলটির নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান দেখিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দলকে ইসির পক্ষ থেকে ‘শাপলা’ প্রতীক দেওয়া হলে তিনি কোনো মামলা করবেন না।
 
মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের নির্বাচনি প্রতীক কেতলি। তবে দলটি যখন নিবন্ধনের জন্য আবেদন করেছিল, তখন তারাও শাপলা প্রতীক চেয়েছিল। কিন্তু ইসি তা দেয়নি। গত ২৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনে এনসিপির শাপলা প্রতীকের দাবি প্রসঙ্গে বলেন, ‘নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল, তাদেরও দেওয়া হয়নি।’
নবীনতর পূর্বতন