প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল।
২০২৩ -২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের সব ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এতে এক লাখ দুই হাজার পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ২৭৫ জন পাস করেছেন। ভর্তিযোগ্য শিক্ষার্থীর হার ১০ দশমিক ০৭ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় এর ওয়েব সাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে ২০২৩ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এর ১ম বর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে ১ম হয়েছেন প্রিয়ন্তি মন্ডল, প্রাপ্ত স্কোর- ১০৫.২৫।
ব্যবসায় ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি কমার্স কলেজের (চট্টগ্রাম) শিক্ষার্থী অথৈ ধর।
বিজ্ঞান ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী প্রতীক রসুর। তিনি এর আগে প্রকাশিত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় হয়েছেন দ্বিতীয়।
ঢাবি'র কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে মোট পাসের হার- ১০.০৭ %, বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯, ব্যবসায় শিক্ষায় ১৩.৩৩।
ঢাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট
ঢাবির 'বিজ্ঞান' ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ। অর্থাৎ ৯,৭২৩ জন পাশ করেছেন।
'কলা, আইন, সামাজিক বিজ্ঞান' ইউনিটে পাসের হার ১০.৮৯ শতাংশ। অর্থাৎ ১০,২৭৫ জন পাশ করেছেন।
'ব্যবসায় শিক্ষা' ইউনিটে পাসের হার ১৩.৩৩ শতাংশ। অর্থাৎ ৪,৫৮২ জন পাশ করেছেন।
যেভাবে দেখা যাবে ফলাফল
- ১. পরীক্ষার্থীরা নিজ নিজ একাউন্টে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী একটি এস.এম.এস করে ফিরতি এস.এম.এস এ পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
- ২. পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।
- ৩. টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DU ALS <রোল নম্বর>, ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU SCI <রোল নম্বর>, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য DU BUS <রোল নম্বর> এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য DU FRT <রোল নম্বর> টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করলে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।