রবিবার (২৫ আগস্ট) নজরুল বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুমিল্লায় সেনাবাহিনীর কাছে কুমিল্লার জন্য বরাদ্দকৃত ত্রাণ পৌঁছে দিয়েছেন একদল স্বেচ্ছাসেবক। ত্রাণ সহায়তা প্রদানের নেপথ্যে জড়িত আছে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু শিক্ষক, বিভিন্ন বিভাগীয় ব্যক্তিবর্গ, সকল ক্রিয়াশীল সংগঠন ও বিভিন্ন এসোসিয়েশনের শিক্ষার্থীরা। নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে বন্যাকবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েল বলেন, রাস্তায় ডাকাতির সম্ভাবনা থাকায় রবিবার রাতে ফেনীর উদ্দেশ্যে যাত্রা স্থগিত করেছেন। বর্তমানে কুমিল্লা সেনানিবাসে অবস্থান করছেন এবং আগামী ভোর ৪টায় ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। ফেনী পৌঁছে নৌকাযোগে বাকি ত্রাণসামগ্রী স্থানীয়দের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দ্বারা সংগৃহীত (শিশু, নারী, এবং পুরুষ) এর জন্য প্রায় ৬০ বস্তা কাপড় এবং ১৭৫ প্যাকেট ত্রাণ সামগ্রী, মেডিকেল সাপোর্ট, স্যানিটারি ন্যাপকিন প্রাথমিকভাবে কুমিল্লা ক্যান্টনমেন্টে পৌছায়।
স্বেচ্ছাসেবকরা জানায়, আগামী সোমবার (২৬ আগস্ট) জাককানইবি পরিবারের পক্ষ থেকে সরাসরি শিক্ষকদের তত্ত্বাবধানে আরো দুটি বাসের অধিক ত্রাণ সামগ্রী এবং বাকি থাকা শুকনো কাপড় নিয়ে বন্যার্তদের সাহায্যের জন্য পাঠানো হবে।
একটি মন্তব্য পোস্ট করুন