সাত কলেজ ভর্তিতে আসন নির্ধারণ, মন্ত্রণালয়ের চিঠিতে যা আছে

সাত কলেজ ভর্তিতে আসন নির্ধারণ, মন্ত্রণালয়ের চিঠিতে যা আছে

সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ায় আসন সংখ্যা নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলোর অবকাঠামো, শিক্ষকসংখ্যা ও একাডেমিক সক্ষমতা বিবেচনায় রেখে যৌক্তিকভাবে আসন নির্ধারণের কথা বলা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রণালয়ের এক চিঠিতে এমন তথ্য জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে বিষয়ভিত্তিক ছাত্র ভর্তির ক্ষেত্রে স্ব-স্ব কলেজের বিদ্যমান ক্যাম্পাসের আকার, ভবন, ক্লাসরুম ও ল্যাব সুবিধাসহ অবকাঠামে সুযোগ-সুবিধা, শিক্ষক ও জনবলের সংখ্যা এবং অন্যান্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থী ভর্তির নিমিত্ত যৌক্তিকভাবে আসন সংখ্যা নির্ধারণ করতে বলা হয়েছে। সক্ষমতার সাথে সামঞ্জস্যবিহীন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে আগামী ৩ আগস্ট থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) যা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত)। বাস্তবায়ন প্রক্রিয়াধীন এ বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি নেওয়া হবে বিদ্যমান একাডেমিক কাঠামো অনুসারে।

ভর্তি আবেদন শুরু হবে ৩ আগস্ট ২০২৫ দুপুর ১২টা থেকে এবং চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নবীনতর পূর্বতন