এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এর শূন্য পদে পরবর্তী চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও অব্যাহত রাখার স্বার্থে প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করবেন। নিয়মিত চেয়ারম্যান নিয়োগের সাথে সাথেই এ আদেশ বাতিল বলে গণ্য হবে।
এর আগে, গত ১৭ আগস্ট ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় তার অবর্তমানে প্রফেসর আলমগীরকে দায়িত্ব দেওয়া হয়।
২০২২ সালে ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অসুস্থতাজনিত কারণে বিদেশে চিকিৎসার জন্য যান। তখন তার অনুপস্থিতিতে কমিশনের সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব নেন।
চেয়ারম্যানের অবর্তমানে সদস্যের মধ্যে সবচেয়ে সিনিয়রকে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দিল আফরোজের চাকরি প্রায় শেষ পর্যায়ে। চলতি মাসেই তার অবসরে যাওয়া কথা। সে হিসেবে প্রফেসর আলমগীর জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রথম।
গত ২৫ মে ইউজিজির চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্। প্রথম মেয়াদ শেষের দিনেই তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া গত ৫ জুন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান প্রফেসর মো. আলমগীর ও প্রফেসর সাজ্জাদ হোসনে।