সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় ব্যাচের ছাত্র মোঃ সুমন মিয়া দীর্ঘ ৯ মাস ধরে ক্যান্সারের সাথে জীবন-মৃত্যুর লড়াই করছেন। গত ৬ মাস ধরে তিনি একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু সেখানকার চিকিৎসায় তার রোগ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
প্রায় ৪ মাস আগে তাকে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেন যে তার শরীরে মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে। ( ফুসফুস, মলদ্বার এবং অন্তঃকোষে ছড়িয়ে পড়েছে) ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়েছে।
ইতোমধ্যে তিনি ৩টি কেমোথেরাপি সম্পন্ন করেছেন, যা তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটিয়েছে। তবে, তার পুরোপুরি সুস্থতার জন্য আরও ৯টি কেমোথেরাপির প্রয়োজন, যার ব্যয় অত্যন্ত বেশি। চিকিৎসার এই ব্যয় মেটাতে গিয়ে সুমন মিয়া আর্থিক সংকটে পড়েছেন।
এমন পরিস্থিতিতে, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তার সহায়তায় এগিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে একটি বুট ক্যাম্প খোলার উদ্যোগ নিয়েছেন, যেখানে শিক্ষার্থীরা তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই বুট ক্যাম্পের আয়োজন করেছেন। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন সেবা ও প্রোগ্রাম পরিচালনা করছেন, যাতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সদস্যরা অংশগ্রহণ করে সহায়তা করতে পারেন। শিক্ষার্থীদের এই উদ্যোগে এক ধরনের একাত্মতা ও মানবিকতা প্রকাশ পেয়েছে। বুট ক্যাম্প থেকে সংগৃহীত অর্থ সরাসরি মোঃ সুমন মিয়ার চিকিৎসার ব্যয়ে ব্যয় করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে থাকা মানবিক মূল্যবোধের প্রকাশ। শিক্ষার্থীরা মনে করেন, যদি সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা করে, তবে অসুস্থ সুমন মিয়ার চিকিৎসার প্রয়োজনীয় ব্যয় মেটানো সম্ভব।
/শাহারিয়া আহমেদ নয়ন