দেশে একই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এবার যুক্তরাষ্ট্রেও একই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন রাব্বী-দ্যুতি দম্পতি। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটিতে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে বৃত্তিসহ ভর্তির সুযোগ পেয়েছেন তাঁরা।
বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটিতে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে স্নাতকোত্তরে বৃত্তিসহ ভর্তির সুযোগ পেয়েছেন এস এম রাসেল রাব্বী আর শাহলা শাহনাজ দ্যুতি এ বিভাগে বৃত্তিসহ পিএইচডির জন্য মনোনীত হয়েছেন।
জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৯ সালে এসএসসি ও ২০১১ সালে এইচএসসি পাস করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন একসঙ্গে। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। এস এম রাসেল রাব্বী বর্তমানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) চাকরিতে আছেন। আর শাহলা শাহনাজ দ্যুতি নর্থ সাউথ বিশ্ববিদালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের খণ্ডকালীন প্রভাষক।
শাহলা শাহনাজ দ্যুতি বলেন, ‘শুরু থেকেই আমাদের ইচ্ছা ছিল যেন যুক্তরাষ্ট্রে একই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি। তাই প্রথমে একটু সময় নিয়ে আমরা প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয় বাছাই করি। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা যেহেতু গবেষণানির্ভর, তাই বিশ্ববিদ্যালয় বাছাইয়ের ক্ষেত্রে আমরা গবেষণার ক্ষেত্রকে প্রাধান্য দিই। পরবর্তী ধাপে আমাদের গবেষণার আগ্রহের সাথে মিলে এমন ১০টি বিশ্ববিদ্যালয়কে আবেদনের জন্য চূড়ান্ত করি এবং এই ১০টিতে আমরা দুজনে আবেদন করি।’
এস এম রাসেল রাব্বী মাস্টার্স প্রোগ্রামে আবেদন করেছিলেন। শাহলা শাহনাজ দ্যুতি প্রতিটিতে পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করেছিলেন। উচ্চশিক্ষার জন্য প্রথমবার আবেদন করে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তাঁরা। যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন, প্রায় সব কটি থেকেই ভর্তির প্রস্তাব পেলেও রাসেল রাব্বী একটি বিশ্ববিদ্যালয় থেকে আংশিক এবং আরেকটি বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ বৃত্তি পান। অন্যদিকে শাহলা শাহনাজ দুটি বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। দুজনেরই পূর্ণ বৃত্তিসহ ভর্তির সুযোগ হওয়ায় তাঁরা একসঙ্গে বেছে নেন বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটি।