বশেফমুবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বশেফমুবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
ইয়াসির আরাফাত, বশেফমুবিপ্রবিঃ জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান। এ সময় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওার পরে ছাত্র আন্দোলনে শহীদ'দের স্মরণে দোয়া করেন এবং তার বক্তব্যে বিজ্ঞান ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, ভারপ্রাপ্ত প্রক্টর, শিক্ষকবৃন্দ, বিভিন্ন হলের ভারপ্রাপ্ত প্রভোস্টবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। স্বাগত বক্তব্য প্রদান করেন শরীরচর্চা ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণিত বিভাগের শিক্ষার্থী তারিফুল ইসলাম শরীফ এবং সমাজকর্ম বিভাগের আইনুন নাহার রিয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অ্যাথলেটিক্সে ৫১টি পুরস্কার দেওয়া হয়। ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট ও ফুটবলের মতো খেলার বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বিভাগসমূহকে পুরস্কৃত করা হয়। ব্যাডমিন্টনে (পুরুষ) চ্যাম্পিয়ন হয় গণিত বিভাগ এবং রানার্সআপ হয় সমাজকর্ম বিভাগ। (নারী) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ম্যানেজমেন্ট বিভাগ এবং রানার্সআপ হয় সিএসই বিভাগ। ভলিবলে গণিত বিভাগ চ্যাম্পিয়ন এবং ম্যানেজমেন্ট বিভাগ রানার্সআপ হয়। ক্রিকেটে গণিত বিভাগ চ্যাম্পিয়ন এবং ম্যানেজমেন্ট বিভাগ রানার্সআপ হয়। ফুটবলে সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন এবং গণিত বিভাগ রানার্সআপ হয়।
নবীনতর পূর্বতন