রাবিতে দ্বিতীয় দিনেও অচলাবস্থা কাটেনি, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

রাবিতে দ্বিতীয় দিনেও অচলাবস্থা কাটেনি, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। দ্বিতীয় দিনের মতো তাঁরা এই কর্মসূচি পালন করছেন। আর ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এতে অচলাবস্থা দেখা দেওয়ায় অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাসায় চলে গেছেন। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রশাসন ভবনের পশ্চিম পাশে চেয়ার পেতে বসে আছেন কর্মকর্তা ও কর্মচারীরা। প্রশাসন ভবনে বেশিরভাগ দপ্তরে তালা ঝুললেও কিছু কিছু অফিস খোলা রয়েছে। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে গিয়ে দেখা যায়, অনেকে অফিসে এসেছে। তাদের দৈনন্দিন কাজ করছেন তারা। এছাড়া পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বরসহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, কিছু কিছু শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছেন। 

বুদ্ধিজীবী চত্বরের সামনে চেয়ার পেতে বসে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ফিসারিজ বিভাগের শিক্ষক অধ্যাপক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘গত ২০ তারিখে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টর, ডেপুটি রেজিস্ট্রারসহ অনেককে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেছে কতিপয় শিক্ষার্থী। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। শুধু আমরা না, গোটা বাংলাদেশের শিক্ষকেরা আজ স্তম্ভিত। যতক্ষণ পর্যন্ত এটার সুষ্ঠু বিচার না হচ্ছে ততক্ষণে আমরা কর্মসূচি চালিয়ে যাব।’

এ সময় অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, ‘আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না।’

নবীনতর পূর্বতন