জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন পরিচয়পত্র পেতাম দ্বিতীয় বা তৃতীয় বর্ষে গিয়ে। তোমরা ভর্তি হয়েই প্রথম বর্ষের শুরুতে মানসম্মত পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়েছ। তোমরা সত্যিই সৌভাগ্যবান। পরিচয়পত্র শুধু পরিচয়ের মাধ্যমই নয়, পড়াশোনার প্রতি দায়িত্ববোধও বাড়ায়। এবারই প্রথম এত দ্রুত পরিচয়পত্র দেওয়া সম্ভব হলো। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, টেকনিক্যাল কমিটির সভাপতি ও বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ এবং শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাত্র এক মাসের মধ্যে পরিচয়পত্র বিতরণকে নজিরবিহীন উদ্যোগ হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীরা। টেকনিক্যাল কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলামের নেতৃত্বে প্রভোস্ট কাউন্সিল ও রেজিস্ট্রার অফিসের সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, প্রথম বর্ষে ভর্তি হওয়া মোট ১ হাজার ১৫০ জন শিক্ষার্থীর পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে প্রতীকীভাবে কয়েকজন শিক্ষার্থীকে তা প্রদান করা হলেও বাকিদের নিজ নিজ হল থেকে সংগ্রহ করতে হবে।
