বেরোবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থী ও ছাত্রদলের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

বেরোবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থী ও ছাত্রদলের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

বেরোবি সংবাদদাতা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মীরা আনন্দ মিছিল করেছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 

সোমবার ২৮ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে প্রধান ফটোকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর ঘুরে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক এসে শেষ হয়। 

এর আগে,দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বেরোবি উপাচার্য ড.শওকাত আলী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার লেজুড়ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন। এই আদেশ বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভায় পাশ হয়।

ছাত্র রাজনীতি নিষিদ্ধে আনন্দ মিছিলে আসা শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ে লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি থাকায় সন্ত্রাসবাদ, হানাহানি ও মারামারি বেশি হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে। এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এখন এই সিদ্ধান্ত আমাদের শিক্ষার মান নিশ্চিত করতে এটি অনেক কার্যকরী ভূমিকা পালন করবে।"

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মিয়া বলেন,
"চাঁদাবাজ,চাঁদাবাজি,টেন্ডারবাজি,হল দখল এবং লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকবে। এগুলোর বিপক্ষে আমাদেরও অবস্থান। ছাত্রলীগ যে ধরনের রাজনীতি করেছে আমাদের ভাই আবু সাঈদকে হত্যা করেছে। এ সমস্ত কর্মকাণ্ডকে আমরাও ঘৃণা করি। আমরা শিক্ষার্থীদের সাথে রাজনীতি করতে চাই। শিক্ষার্থীদের দাবিদাওয়া গুলো আমরাও উপস্থাপন করতে চাই। তাদের স্বার্থ নিয়ে আমরা কাজ করতে চাই। আমরাও চাইনা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকুক। দলীয় পরিচয় নিয়ে যে সবসময় রাজনীতি করতে হবে এমনটা নয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নামে একটি মহল অন্ধকারে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যারা ছাত্রলীগের ও আওয়ামী লীগকে এজেন্টদের বাঁচানোর জন্য চেষ্টা করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করবো। কখনো যেন ছাত্র রাজনীতি নামে এর পিছনে থেকে স্বার্থ হাসিল করতে না পারে এজন্য সচেষ্ট থাকবে।। "
নবীনতর পূর্বতন