নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের চূড়ান্ত ভর্তি শুরু আগামীকাল

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে চূড়ান্ত ভর্তি কার্যক্রম

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আগামীকাল শনিবার (৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ-সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ৩ আগস্ট থেকে ৭ আগস্ট প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নিজ নিজ বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। তবে ৫ আগস্ট সরকারি ছুটির কারণে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে হবে। যাঁদের নম্বরপত্র নজরুল বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে জমা আছে, তাঁদের রিসিভ কপি, উভয় নম্বরপত্রের ফটোকপি, এক কপি রঙিন ছবি ও জিএসটি পরীক্ষার প্রবেশপত্রের রঙিন ফটোকপি জমা দিতে হবে।

আবাসনের জন্য শিউলিমালা, বিদ্রোহী ও দোলনচাঁপা হলে আবেদনপত্র পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। অগ্নিবীণা হলের আবেদনপত্র সংগ্রহ করতে হবে হল অফিস থেকে। এরপর বিশ্ববিদ্যালয়, বিভাগ ও হল-সংক্রান্ত ফি অনলাইনে সোনালী ব্যাংকের ই-সেবা অ্যাপ বা নির্ধারিত ব্যাংক শাখায় জমা দিতে হবে।

ফি কাঠামো

  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ আটটি বিভাগে সাধারণ শিক্ষার্থীদের দিতে হবে ৮৪৪০ টাকা।
  • জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত বা নিহত পরিবারের সদস্যদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭৯০ টাকা।
  • অন্যান্য বিভাগে সাধারণ শিক্ষার্থীদের জন্য ফি ৮১৯০ টাকা এবং জুলাই আহত-নিহত পরিবারের শিক্ষার্থীদের জন্য ৫৪০ টাকা।
  • এছাড়া বিভাগীয় ফি বাবদ ২০০০ টাকা এবং হল ফি বাবদ ১১৫০ টাকা আলাদাভাবে জমা দিতে হবে।
ভর্তি ফরম পূরণ শেষে শিক্ষার্থীদের ব্যাংক রশিদ ও কাগজপত্র বিভাগীয় প্রধান, অনুষদীয় ডিন ও প্রভোস্টের স্বাক্ষরসহ জমা দিতে হবে। সবশেষে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় ভর্তি-সংক্রান্ত নথিপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, কোনো শিক্ষার্থীর জমা দেওয়া দলিলপত্র ভুয়া প্রমাণিত হলে ভর্তি বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভর্তি-সংক্রান্ত সর্বশেষ তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট ও গুচ্ছ ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।

নবীনতর পূর্বতন