নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষা-কল্যাণমুখী সংগঠন 'নোয়াখালী স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের' বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে অক্টোবর ( শুক্রবার) সকাল ১০ টা থেকে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার ৭ টি কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী নোয়াখালী স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের' বৃত্তি পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণ করেন। সকাল ১০ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র পরিদর্শনে গিয়ে নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু সায়েদ সুমন বলেন " নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন' একটি সামাজিক,শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন। আমরা ২০০৮ সাল থেকে অত্যান্ত সুনামের সাথে সামাজিক উন্নয়ন এবং শিক্ষার বিকাশ সাধনে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে আসছি।তার একটি অংশ হচ্ছে আমাদের এই বৃত্তি প্রকল্প।
'মেধাবীর শীর্ষে আছে যারা ;সেই মেধাবীদের সেরা কারা'
এই স্লোগানকে সামনে রেখে ২০০৮ সাল থেকে আমাদের বৃত্তি কার্যক্রম অব্যাহত আছে।
এসময় তিনি আরো বলেন, "বর্তমান বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম নানাবিধ অপকর্ম,অপরাধ এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে যাচ্ছে, যার ফলে আমাদের ভবিষ্যৎ সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান এক প্রকার অসম্ভব হয়ে যাচ্ছে। তার বিপরীতে নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার্থীদেরকে পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখতেই আমরা এই আয়োজন সবসময়ের জন্যই অব্যাহত রাখবো। এসময়ে তিনি, আগ্রহের সাথে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের শিক্ষার্থী, অভিভাবক এবং সন্মানিত শিক্ষকমন্ডলীকে ধন্যবাদ জানান।
বৃত্তি পরীক্ষাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান, নির্বাহী সম্পাদক সজিবুল ইসলাম , উপদেষ্টা শিক্ষাবিদ মাওলানা ইউছুপ। এসময়ে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাকির হোসেন, এ্যাডভোকেট আব্দুল্লাহ আল রাকিব,ডাক্তার সাইফুল ইসলাম,মাওলানা ইমরান হোসাইনসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।