পাবিপ্রবি প্রতিনিধি: চট্টগ্রামে ইসকনের হামলা এবং অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিল থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন পেরিয়ে প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয় এবং পরে হলে ফিরে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা "নারায়ে তাকবির, আল্লাহু আকবর", "ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না", "দাঙ্গাবাজদের জায়গা বাংলায় হবে না", "দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত"সহ বিভিন্ন স্লোগান দেন।
এক শিক্ষার্থী বলেন, "চট্টগ্রামে ইসকন সমর্থিত সন্ত্রাসীরা আমাদের একজন ভাইকে হত্যা করেছে। সন্ত্রাসীদের কোনো ধর্ম বা বর্ণ নেই। আমাদের এই বিক্ষোভ উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে। শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক কার্ড খেলছে, কিন্তু আমরা ছাত্রসমাজ এটি হতে দেবো না। প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ থাকবো।"
আরেক শিক্ষার্থী মুরসালিন বলেন, "ইসকন শুধু মুসলিম বিরোধী নয়, এটি সব ধর্মের বিরোধী। এটি ধর্মীয় বিশ্বাস ধ্বংস করতে কাজ করছে। এ সংগঠন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চালাচ্ছে। এরা ভারতে গিয়ে তথ্য সংগ্রহ করে এদেশে অপতৎপরতা চালায়।"