বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামে উগ্রবাদী,জঙ্গি সংগঠন ইসকনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও শহীদ এডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
২৬ নভেম্বর মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন
বিক্ষোভ মিছিলটি ঢাকা -রংপুর মহাসড়ক হয়ে মডার্ণ মোড় প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।
মিছিলে জাকের হোসেন পাশা বলেন," আমার ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে তা আমরা মেনে নিতে পারিনা।ভারতের দালালি যারা করছে তাদের বিরুদ্ধে ডাইরেক একশন।ইসকনের বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়া হয় এটা প্রশাসনের প্রতি আহ্বান।"
রহমত আলী বলেন,
"আমরা সম্প্রতিতে বিশ্বাস করি।এখানে সবাই শান্তিপুর্ণ অবস্থান করবে।কিন্তু এ সংগঠন কয়েকদিনে যে সন্রাসী কমকান্ড করেছে তাতে প্রমান করেছে তারা একটি উগ্র সংগঠন। তাদেরকে নিষিদ্ধ করতে হবে।এরকম উসকানিমূলক কমকান্ড আর যদি করে বাংলাদেশের সাধারণ মানুষ তা রুখে দিবে।একজন আইনজীবীকে গলাকেটে হত্যার মাধ্যমে জঙ্গি প্রমাণ হয়েছে।অনতিবিলম্বে তাদের নিবন্ধন বাতিল করতে হবে।"
এর আগে বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় আন্দোলনকারীদের হামলায় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। হামলার ঘটনায় আহত আরও ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তারা একজন আইনজীবীকে গলাকেটে হত্যার মাধ্যমে জঙ্গি প্রমাণ হয়েছে।অনতিবিলম্বে তাদের নিবন্ধন বাতিল করতে হবে।