বাকৃবিতে কর্মচারীদের জন্য কর্মশালার আয়োজন আইকিউএসির

বাকৃবিতে কর্মচারীদের জন্য কর্মশালার আয়োজন আইকিউএসির

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত কর্মচারীদের জন্য আয়োজিত "এটিক্যাট, ম্যানার, রেসপন্সিবিলিটিস, লিভ রুলস এন্ড টাইম ম্যানেজমেন্ট" শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এসময় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০জন কর্মচারী অংশগ্রহণ করেন।

সোমবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসু্রেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানটি কৃষি অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ক্লাস রুমে অনুষ্ঠিত হয়েছে। এসময় আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদ রেজা। 

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, চাকরিতে প্রত্যেকটা শ্রেণীই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই আত্মমর্যাদা রয়েছে, এজন্য সবাইকে চাকরিবিধি মেনে চলতে হবে। এছাড়াও যে সকল কর্মচারীদের জন্য ড্রেস-কোড বহাল আছে তাদেরকে তা মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আইকিউএসি'র ট্রেনিংয়ের মাধ্যমে কর্মচারীদের অফিসের পরিবেশ উন্নত থেকে উন্নততর করতে হবে।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, সকল কর্মচারীকে এই প্রশিক্ষণে সম্পৃক্ত হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় তথা সমাজকে বদলে দিতে হবে। 


/আসিফ ইকবাল 

নবীনতর পূর্বতন