গবেষণা রীতি-পদ্ধতি নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা আয়োজন

গবেষণা রীতি-পদ্ধতি নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা আয়োজন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা। মঙ্গলবার (২৬ নভেম্বর) ইনস্টিটিউটটির সেমিনার কক্ষে কর্মশালার প্রথম দিন সম্পন্ন হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রশিক্ষক হিসেবে অংশ নেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন। এ ছাড়া ইন্সটিটিউটের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম ও কম্পিউটার অপারেটর মাহমুদুর রহমান আনসারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনে ১৯ জন তরুণ নজরুল গবেষক অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনে (২৮ নভেম্বর) আরও ২১ জন গবেষকের অংশগ্রহণে কর্মশালার সমাপ্তি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘গবেষণা হলো উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলচর্চায় নতুন দিগন্তের সন্ধান পাচ্ছে। তোমরা যারা এই কর্মশালায় অংশ নিয়েছো, তাদের গবেষণায় শিখনপদ্ধতির বাস্তব প্রয়োগের মাধ্যমে নজরুল সম্পর্কে সত্য উপস্থাপন করার দায়িত্ব নিতে হবে। এ কর্মশালা তোমাদের জ্ঞানার্জনের পথ সুগম করবে এবং গবেষণায় এগিয়ে যেতে সহায়ক হবে।’

উল্লেখ্য, কর্মশালাটি নজরুল গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের গবেষণার রীতি ও পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দিতে আয়োজন করা হয়েছে।

নবীনতর পূর্বতন