পাবিপ্রবি প্রতিনিধি: জুলাই বিপ্লবে পাবনায় শহীদ হওয়া মাহবুব হাসান নিলয়ের নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
গত শনিবার (২৩ নভেম্বর) বিকেল তিনটায় টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল।
আজ রোজ সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টা ৩০ এ মুখোমুখি হয় ইইসিই বিভাগ বনাম রসায়ন বিভাগ। উক্ত খেলা দেখার জন্য আজকে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন, ইইসিই বিভাগের সম্মানিত চেয়ারম্যান শেখ রাসেল আল আহমেদ স্যার। এছাড়াও রসায়ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান স্যার সহ দুই বিভাগের শিক্ষকবৃন্দ। মাঠ দুই বিভাগের ছাত্রছাত্রীদের দ্বারা পরিপূর্ণ ছিল।
নির্ধারিত সময়ে খেলা ০-০ গোল সমতা থাকায় ট্রাইবেকারে ম্যাচ গড়ায় এবং ৩-২ গোলে ইইসিই বিভাগ জয় লাভ করে।
জয় লাভ করার পর ইইসিই বিভাগের সম্মানিত চেয়ারম্যান শেখ রাসেল আল আহমেদ স্যার রসায়ন বিভাগের সবাইকে অভিনন্দন জানান সেই সাথে ইইসিই দলের সবাইকে ভালো খেলার জন্য এবং পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা জানান। সেই সাথে ইইসিই দল চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে বক্তব্য শেষ করেন।