বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নতুন রেজিস্ট্রার পদে যোগদান করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে গঠিত সার্চ কমিটির সভার সুপারিশে তাকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়। আজ মঙ্গলবার (০৫ নভেম্বর, ২০২৪) তিনি উক্ত পদে যোগদান করেন।
ড. মোঃ হারুন-অর-রশীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি একই বিভাগ হতে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এদিকে রেজিস্ট্রার হিসেবে যোগদান করে বিকেলে সিন্ডিকেট রুমে নবনিযুক্তি রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশীদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেন। সভায় উপস্থিত সকলে নবনিযুক্ত রেজিস্ট্রারকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী, সাবেক রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরার্ম ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নবনিযুক্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।