বেড়া পোর্টে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের কুঁড়েঘর পাঠাগারের উদ্বোধন

বেড়া পোর্টে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের কুঁড়েঘর পাঠাগারের উদ্বোধন

পাবনার বেড়া পোর্ট এলাকায় শিক্ষার্থীদের পাঠাগার সুবিধা নিশ্চিত করতে শিক্ষার্থী সহযোগিতা সংগঠন এর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘কুঁড়েঘর পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে পাঠাগারটির উদ্বোধন করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোরশেদুল ইসলাম।

পাঠাগারের জন্য বইয়ের সহযোগিতা করেন কলি প্রকাশনীর মহিউদ্দিন কলি। এছাড়া পাঠাগার নির্মাণে বিশেষ ভূমিকা রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোরশেদুল ইসলাম।

পাঠাগারে বর্তমানে বিভিন্ন বিষয়ের মোট ৩০০টি বই সংরক্ষিত রয়েছে। প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত পাঠাগারটি পাঠার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহরাব হোসেন জিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নবীনতর পূর্বতন