৪৭তম বিসিএস লিখিতের যৌক্তিক সময়ের দাবিতে শহীদ মিনারে অবস্থান

৪৭তম বিসিএস লিখিতের যৌক্তিক সময়ের দাবিতে শহীদ মিনারে অবস্থান

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নিশ্চিত করার দাবিতে ঢাকায় অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ পরীক্ষার্থীরা। 

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক পরীক্ষার্থী জড়ো হয়ে অনশন কর্মসূচি শুরু করেন। এর আগে ৯ নভেম্বর রোববার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।

তাদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে দেড় বছর সময় দেওয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে দাবি করছেন। একইসঙ্গে এত অল্প সময়ে বিসিএসের বিশাল সিলেবাস সম্পন্ন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন অনেকে।

শহীদ মিনার এলাকায় হাতে ব্যানার–প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষার্থীরা অবস্থান করেন। অনেকেই অনশন অবস্থায় কর্মসূচিতে অংশ নিয়েছেন। ব্যানারে লেখা—‘৪৭তম বিসিএস লিখিতের জন্য যৌক্তিক সময় চাই’, ‘জুলুমের প্রতিবাদে এক হও’, ‘স্বপ্ন বাঁচাতে সময় বাড়ান’। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শহরের বাইরেও অনেক জেলা থেকে পরীক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন।

এরইমধ্যে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দিয়েছে পিএসসি। কমিশনের প্রকাশিত রুটিন অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

দেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয় পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।
নবীনতর পূর্বতন