বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা খেলোয়াড় কোটায় আবেদন করতে পারবেন। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে।
১ ডিসেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে ভর্তি ফরম পূরণের সময়ে কোটার নির্দিষ্ট ঘরে আবেদনকারী ক্লিক না করলে পরবর্তী সময়ে কোনো অবস্থাতেই কোটার জন্য বিবেচিত হবেন না।
ভর্তি পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।