নোয়াখালী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়

নোয়াখালী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়

আব্দুর রহিম, নোসক প্রতিনিধি : নোয়াখালী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়। 
রবিবার (১লা ডিসেম্বর) সকাল ১১টায় নোয়াখালী সরকারি কলেজে ( নোসক) নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন স্যারকে যোগদান উপলক্ষে নোয়াখালী সরকারি কলেজ আর্ট ও ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

এসময় ক্লাবের অ্যাডমিন ও মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন, আরিফ, আকাশ, রিজভী, তিথি, রবিউল, সাফওয়ান, মিনহাজ, আশ্রাফিয়া, মাহি ও আরো অনেকে।
 শুভেচ্ছা গ্রহণকালে ,অধ্যাপক মোঃ জাকির হোসেন স্যার বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। জ্ঞান অর্জনের জন্য শিক্ষার প্রয়োজন, এর কোন বিকল্প নেই। সম্প্রতি দেশ সংস্কারে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা এখনো অসুস্থ রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ সময় তিনি সাধারণ শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
 তিনি আরো বলেন, ক্যাম্পাসের উন্নয়ন হচ্ছে আরও হবে তবে শিক্ষার্থীদের দেশের সার্বিক অবস্থার দোহাই দিয়ে ঘরে বসে না থেকে লেখাপড়ায় আরো মনোযোগী হতে । ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে কোন সংকটে সার্বিক সহযোগিতা করবো আমরা, এবং শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা দরকার আমরা সবকিছুর ব্যবস্থা গ্রহন করবো।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, জনাব জাকির হোসেন স্যারকে আমরা সাদরে গ্রহণ করেছি। অধ্যক্ষ মহোদয় আমাদের যে কোন যৌক্তিক দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন এবং নোয়াখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের সাথে তিনি সর্বদা আছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই একটি সুশৃংখল , সুন্দর এবং উন্মুক্ত ক্যাম্পাস।
নবীনতর পূর্বতন