নোবিপ্রবিতে অগ্নি নির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোবিপ্রবিতে অগ্নি নির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোবিপ্রবিতে অগ্নি নির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবদুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি: 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘সকলের জন্য নিরাপদ এবং সুরক্ষিত কাজের পরিবেশ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্নি নির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪)  বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের  আবাসিক হলগুলোয় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান করে। একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোয় প্রতিদিন হাজারো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর বিচরণ। তাই  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে অগ্নি নিরাপত্তা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। ইতোমধ্যে প্রত্যেক হলে ফার্স্ট এইড বক্স, নেবুলাইজার এবং জরুরি কিছু ওষুধ সরবরাহ করা হয়েছে। একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোকেও এ ধরনের সেবার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নে অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়সহ বেশকিছু উন্নয়ন পরিকল্পনা নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, অগ্নি নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আজকের এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আশা করছি, অংশগ্রহণকারীরা অগ্নি দুর্ঘটনাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিজেদের নিরাপদ রেখে সহপাঠী ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখার বিষয়ে মৌলিক ধারণা ও প্রশিক্ষণ পাবে।

বিশ্ববিদ্যালয়ের চীফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সভাপতি রাকিব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মেডিকেল সেন্টারের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নোবিপ্রবি মেডিকেল সেন্টার আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ৫০জন শিক্ষার্থী ও আবাসিক হলে কর্মরত ২০জন কর্মচারী অংশ নিচ্ছে। কর্মসূচি আয়োজনে সহযোগিতা করে নোবিপ্রবি ব্লাড ব্রিগেড। প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তায় রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নোয়াখালী এবং স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর নোয়াখালী মেডিকেল কলেজ ইউনিট।
Cookie Consent
We serve cookies on this site to optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.