বাকৃবি রোটার‍্যাক্ট ক্লাবের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোটার‍্যাক্ট ক্লাব প্রতি বছরের মতো এবারও শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। এ বছর ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. আফরিনা রওশন দিপ্তীর সভাপতিত্বে এবং রোটা. আসিফ মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবুল মঞ্জুর খানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। উপস্থিত অতিথিরা শীতার্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. শহীদুল হক বলেন, "বিজয়ের মাসে ক্লাবের এই ধরনের মানবিক উদ্যোগকে আমি স্বাগত জানাই। অপ্রয়োজনীয় খাতে অর্থ অপচয় না করে পড়াশোনার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাই।"


নবীনতর পূর্বতন