বাকৃবি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পালিত হয়েছে ৫৪ তম মহান বিজয় দিবস । সোমবার সূর্যোদয়ের সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত প্যারেডবৃন্দের সালাম গ্রহণ করেন।
এরপর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকারসহ শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "আজকের এই দিন বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক দিন। আজ থেকে ৫৩ বছর আগে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছি সে বিজয় আমাদের জন্যে আনন্দের, গর্বের, শ্রদ্ধার এবং অহংকারের। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।"