বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই দিনের রিমান্ডে ৩ আসামি

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই দিনের রিমান্ডে ৩ আসামি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার চাপায় বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক আইনে গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূর মহসিন এই আদেশ দেন।

এদিকে ঘটনার ন্যায়বিচারের দাবিতে সকাল থেকেই জেলা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নিহত শিক্ষার্থী মুহতাসিম মাসুদের সহপাঠীরাসহ বুয়েটের শিক্ষার্থীরা। শুনানি পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় পূর্বাচলের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন নিহতের স্বজন ও সহপাঠীরা। 

এর আগে গতকাল শনিবার রূপগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে এই মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর বলেন, গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্ট করা হলে আসিফ চৌধুরী ছাড়া বাকি দুজনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। তাই এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আদালতকে জানানো হয়।

তিনি আরও বলেন, সকাল ১০টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিন আসামি প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। 

বেলা সাড়ে ১১টায় এজলাস থেকে বের হয়ে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকসহ দায়ের করা দুটি মামলার মধ্যে আজ সড়ক পরিবহন আইনের মামলায় রিমান্ড শুনানি হয়েছে। আদালত এই মামলায় আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন। 
নবীনতর পূর্বতন