বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিয়ে শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ



রাজিব,ববি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটকে তুলে ধরে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকটগুলোকে প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরেন। 

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে- দিনে রাতে হোচট খাই, ইটের রাস্তা ঢালাই চাই; মেডিক্যালের মান উন্নয়ন চাই, প্যারাসিটামলে সমাধান নয়; লেজুড়বৃত্তি রাজনীতি ছাড়ো, শিক্ষার পথ আলোকিত করো; আঁধার নয় আলো হোক, ক্যাম্পাস জুড়ে আলো জ্বলুক; মানসিক স্বাস্থ্যে নয় ছাড়, সাইকিয়াট্রিস্ট চাই এবার; বৈষম্যের বিরুদ্ধে, কলম হোক পরিবর্তনের হাতিয়ার সহ ইত্যাদি লেখা উপস্থাপিত হয়। 

প্রতিবাদে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রিপন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে যে প্রধান সমস্যাগুলো বিদ্যমান রয়েছে সেগুলো এ আয়োজনে তুলে ধরা হয়েছে। আগামীতে বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাব্যবস্থায় কি কি উন্নয়ন করা যায়, তার একটা লক্ষ্যমাত্রা আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্তর্বতী সরকার আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধানে কাজ করবেন। 

আয়োজনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম রহমান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর পেরিয়েছে। প্রতিষ্ঠার তিন-চার বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে যেসকল সমস্যা থাকার কথা না তা প্রকট আকারে ধারণ করেছে বলে শিক্ষার্থীদের মনে হয়েছে। 

আমার নিজস্ব মতামত বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে অনেক সমস্যার সমাধান করতে পারে৷ কিন্তু আমার মনে হয়েছে প্রশাসন খুব বেশি আন্তরিক নয় সংকট সমাধানের ক্ষেত্রে। 

তিনি আরো বলেন, আমরা যেহেতু খুব বেশি সুযোগ পাই না প্রশাসনের সাথে কথা বলার। এ জন্য এই নীরব প্রতিবাদ। এই নীরব প্রতিবাদের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে আমাদের বার্তা পৌছে দিতে চাই।

নবীনতর পূর্বতন