অর্ধযুগ পেরিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ


নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অর্ধযুগপূর্তি উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়।এ দিন সকালে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর বিভাগের বিভিন্ন ব্যাচের ক্লাস প্রতিনিধিদের (সি আর) সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়। স্পোর্টস ডে উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে আলোচনা সভা ও বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, "সমাজবিজ্ঞান বিভাগ একটি প্রাণবন্ত ও সম্ভাবনাময় বিভাগ। এই বিভাগের বর্তমান শিক্ষকরা একসময় আমার সরাসরি শিক্ষার্থী ছিলেন। আজ তারা বিভাগকে এগিয়ে নিচ্ছেন, যা আমাকে গর্বিত করে। আমি বিভাগের উন্নয়ন ও সাফল্যের ধারাবাহিকতা কামনা করছি।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি বলেন, "সমাজবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিভাগ সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে। আমি এ বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করি।"

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দীন বলেন, "সমাজবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের মূল ভিত্তি। আমি অর্থনীতির শিক্ষক হলেও সমাজবিজ্ঞানের গুরুত্ব বরাবরই আমাকে অনুপ্রাণিত করে। বিভাগটি তার শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও সৃজনশীলতার সমন্বয় ঘটিয়ে এগিয়ে যাচ্ছে।"

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বার্ষিক সেমিনার। সেমিনারে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার। তিনি "উইমেন এম্পাওয়ারমেন্ট, জেন্ডার ইকুয়ালিটি এন্ড লিটারশিপ: প্রোসপেক্ট এন্ড চ্যালেঞ্জেস" শীর্ষক বিষয়ে আলোকপাত করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা প্রাপ্ত অধ্যাপক সালমা আক্তার তার বক্তব্যে নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করার পথে চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেন।

সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বলেন, "অনেক সীমাবদ্ধতার মধ্যেও সমাজবিজ্ঞান বিভাগ এগিয়ে যাচ্ছে। গবেষণা, একাডেমিক কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা ক্রমেই দক্ষ হয়ে উঠছে। আমি বিভাগের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি এবং বিভাগের অর্ধযুগপূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।"

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সমাজবিজ্ঞান বিভাগ। বর্তমানে ছয়টি ব্যাচে প্রায় ৩০০ শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। বিভাগের শিক্ষার্থীদের জন্য সেমিনার লাইব্রেরি, কম্পিউটার ল্যাব এবং কনফারেন্স কক্ষসহ প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজিত এ উৎসবের মাধ্যমে বিভাগের সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলো উঠে আসে।


নবীনতর পূর্বতন