রাবির অবসরপ্রাপ্ত প্রফেসরের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ


মো: স্বাধীন খন্দকার, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. ফজলুর রশীদ (এফআর) খানের (৮৫) মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় ড. খানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ড. ফজলুর রশীদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের মিসিগান বিশ্ববিদ্যালয় থেকে জনসংখ্যাতত্ত্বসহ সমাজবিজ্ঞানে এমএ এবং ১৯৭৭ সালে যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৬৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে রিডার (বর্তমানে সহযোগী অধ্যাপক) হিসেবে যোগ দেন এবং ১৯৭৮ সালে প্রফেসর পদে উন্নীত হন। ২০০৫ সালে তিনি অবসর গ্রহণ করেন।

পেশাগত জীবনে তিনি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রধান, গণযোগাযোগ ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের সভাপতি, শেরে বাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ, রাবি সিনেট ও সিন্ডিকেট সদস্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (BIDS) সিনিয়র ফেলো, বাংলাদেশ সমাজবিজ্ঞান সমিতির সহ-সভাপতি ও রাবি শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।

সমাজবিজ্ঞানের ওপর তাঁর তিনটি গ্রন্থ ও পনেরোটি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা তত্ত্বাবধান করেছেন।

ড. খান মঙ্গলবার দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

আজ বুধবার বাদ জোহর উত্তর মণিপুরীপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে আগারগাঁও কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ সংসদ এভিনিউতে নিজ বাসভবনে রাখা হয়।

নবীনতর পূর্বতন