জুলাই - আগস্ট আন্দোলনের সামনের সারির যোদ্ধার ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন রাবি'তে


মো:স্বাধীন খন্দকার, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ গতকাল রাতে রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টায় এ হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।

জুলাই বিপ্লবের একজন সামনের সারির যোদ্ধার ওপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রাশেদ রাজন বলেন,
"রাষ্ট্রসংস্কারে ভূমিকা রাখা ছাত্রদের ওপর বিভিন্ন সামাজিক মাধ্যমে হামলার হুমকি আসছিল। যারা সিস্টেম পরিবর্তনের কথা বলছে, তাদের ওপর পরিকল্পিত হামলার ষড়যন্ত্র চলছিল। এরই বহিঃপ্রকাশ আমরা কাল রাতে দেখেছি। নুরুল ইসলাম শহীদের ওপর এই হামলা রাষ্ট্রের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। দ্রুত বিচার না হলে, আমাদের স্বপ্নের বাংলাদেশ—সুশাসনের, জবাবদিহিতার, সম্প্রীতির বাংলাদেশ—প্রশ্নবিদ্ধ হবে।"

সংগঠনের সভাপতি মেহেদী সজিব বলেন,"জুলাই আন্দোলনের ক্রান্তিকালে শত শত শিক্ষার্থীকে নেতৃত্বে আসার আহ্বান জানানো হয়েছিল, ১৭ জন সাড়া দিয়েছিল, তাদের একজন নুরুল ইসলাম শহীদ। ফ্যাসিবাদী শাসনামলে সে জীবন বাজি রেখে আন্দোলন করেছে। তার ওপর এই হামলা প্রমাণ করে, আমাদের সবার ওপরই আক্রমণের ছক কষা হচ্ছে।""আমরা প্রশাসনকে বলতে চাই, নুরুল ইসলাম শহীদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনুন। শুধু সরকার পরিবর্তন নয়, এদেশের প্রতিটি স্তরের সংস্কারই আমাদের লক্ষ্য। যদি আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে আপনাদের ক্ষমতার চেয়ারও বেশি দিন টিকে থাকবে না।"

গতকাল রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় ২০-২৫ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় নুরুল ইসলাম শহীদের ওপর। রড, পাইপ ও লাঠি দিয়ে তার সারা শরীরে আঘাত করা হয়। হামলার খবর পেয়ে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

নবীনতর পূর্বতন