বরিশাল বিশ্ববিদ্যালয়ে মনরোগ বিশেষজ্ঞ রাখার দাবি


রাজিব, ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে একজন মনরোগ বিশেষজ্ঞ রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শিফা নুর ইবাদির মৃত্যুতে দোয়া মিলাদ মাহফিলে এ দাবি জানানো হয়।

গত বছরের ৯ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের করিডোরে ঝুলন্ত অবস্থায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিফা নুর ইবাদির লাশ পাওয়া যায়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীর বাবা শাহজাহান রাঢ়ি মেয়ের ‘আত্মহত্যার’ বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

একই দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন বলেন, “শিফাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কে বা কারা এটা করেছে, এর অনুঘটক কারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত, তা উদ্‌ঘাটন করা।”

শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. মামুন অর রশিদ বলেছেন, “তোমরা একটা কথা মনে রাখবে, তুমি শুধু তোমার না, তুমি তোমার পরিবারের এবং আমাদের সকলের, তোমরা সবার সঙ্গে সবার যোগাযোগ রাখবে।”

উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, “শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে পাশে আছি। শিক্ষার্থীর দাবি মনরোগ বিশেষজ্ঞ প্রয়োজন। আমরা বিষয়টি নিয়ে কাজ করব।”

নবীনতর পূর্বতন