জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি )ছাত্র দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে জিয়াউর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 এই প্রতিযোগিতা তরুণদের ইতিহাস জানার আগ্রহ বাড়ানোর পাশাপাশি সৃজনশীল দক্ষতা বিকাশে সহায়তা করবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিষয় জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী আজমাইন সাকিব বলেন চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু-কিশোররা জিয়াউর রহমানের জীবন ও কর্মকে চিত্রিত করে। অন্যদিকে, রচনা প্রতিযোগিতায় তার আদর্শ, দেশপ্রেম ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তার ভূমিকা নিয়ে লেখা উপস্থাপন করা হয়।

এ বিষয় জানতে চাইলে ছাত্রদল কর্মী মাহমুদ ইমরান বলেন প্রশ্ন প্রতিযোগিতার মাধ্যমে শহীদ জিয়া রোমান জীবন আদর্শ রাজনীতির দেশাত্ম প্রেম ফুটিয়ে তুলোর চেষ্টা করেছি এবং  আঁকা ছবিগুলোতে শহীদ জিয়াউর রহমানের চরিত্রের দিকগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। তাদের কাজ দেখে বোঝা যায়, তারা তার দেশপ্রেম ও সংগ্রামী জীবন সম্পর্কে যথেষ্ট আগ্রহী।

সময় উপস্থিত ছিলেন আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ নূর কাফি,জিয়াদুর রহমান,এ আরাফাত, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন, মো: জাফর আলী মো: মিরাজ, আলভী, মো: রবিউল, ওসমান সাকিব, মো: সাকিব মিয়া ,সায়মন,তাহমিদ হক মামুন, রতন প্রমুখ।
নবীনতর পূর্বতন