শিখা এসোসিয়েশন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে উষ্ণতার আমেজ

পাবিপ্রবি: ১১ জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ৭ টা থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীত বস্ত্র বিতরন করেন শিখা এসোসিয়েশন। শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন শিখা এসোসিয়েশন একটি কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করে। এই উদ্যোগটি সংগঠনের নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিখা এসোসিয়েশন এর আজকের কার্যক্রমের মুল উদ্দেশ্য দরিদ্র ও শীতার্ত মানুষদের শীতবস্ত্র দিয়ে সাহায্য করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। উক্ত শীত বস্ত্র বিতরনের কার্যক্রমে উপস্থিত ছিলেন শিখা এসোসিয়েশন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মেহেরফ হোসেন। এছাড়াও উপস্তিত ছিলেন সংগঠন টির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকল সদস্য। 

সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের আর্থিক ও পণ্যগত সহায়তায় কম্বল সংগ্রহ করা হয়। বিতরণ কার্যক্রমটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে দরিদ্র হলে যেসকল মহিলা হলে কাজ করে তাদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। এবং পরবর্তীতে টার্মিনালে কম্বল বিতরণ করা হয় শীতার্ত দের মাঝে।

কর্মসূচি বাস্তবায়ন শেষে শিখা এসোসিয়েশন এর 
সভাপতি তৌহিদুর রহমান বলেন, 'শীতার্ত 
মানুষের দুর্ভোগ লাঘবে শিখা অ্যাসোসিয়েশন এ বছর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা করি, আপনারা আমাদের এই মানবিক উদ্যোগ ছড়িয়ে দিতে সহায়তা করবেন।'

সাধারণ সম্পাদক মো: মেহেরফ হোসেন বলেন,
' আমরা শহর ও গ্রামাঞ্চলের প্রকৃত শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছানোর কাজ করছি। এ উদ্যোগ সফল করতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। আপনারা পাশে থাকলে আমাদের এ প্রচেষ্টা আরও কার্যকর হবে।'
নবীনতর পূর্বতন