পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ জায়গা হলো টিভি রুম।
হলের এ ব্লকের দ্বিতীয় তলায় শিক্ষার্থীদের জন্য টিভি রুম আছে। সেখানে ৪২ ইঞ্চি একটি রঙিন টিভিও আছে কিন্তু টিভিটা দীর্ঘদিন ধরে
নষ্ট হয়ে আছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রশাসনকে টিভি ঠিক করার বিষয়ে জানানো হলেও হল প্রশাসন এ নিয়ে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছেনা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হলের শিক্ষার্থীরা।
হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে হলে ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থী অবৈধভাবে ছিলেন। ঐ সময় যারা হলে বৈধভাবে ছিলেন তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, টিভি রুমের টিভিটা প্রায় এক বছরের মত নষ্ট আছে। গত ২৩ আগস্ট মেধার ভিত্তিতে হলে সিট দেওয়া হলে এখন সবাই বৈধভাবে হলে থাকছেন। বৈধ শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রশাসনকে টিভি ঠিক করার অনুরোধ করা হয়েছে।
শিক্ষার্থীরা আরো জানান, 'অনেকদিন যাবৎ টিভি রুম বন্ধ থাকায় সেখানে অনেক ময়লা জমা হয়েছে। এছাড়াও রুমে কোন ফ্যানের ব্যাবস্থাও নেই। ফলে টিভি রুমে যাওয়ার মতো পরিবেশ নেই। বিভিন্ন শিক্ষার্থী টিভি রুমে গিয়ে মাদক সেবনের পাশাপাশি ধুমপান করে থাকে। এছাড়াও রুমের আসবাবপত্র গুলো বসার ব্যবস্থা অপ্রতুল।
হলের আবাসিক শিক্ষার্থীরা নানারকম বিনোদন উপভোগ করতে ব্যার্থ হচ্ছে।
ইইসিই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আদনান বিন সিদ্দিক বলেছেন,
'টিভি রুম সংস্কার করা হলে আমরা ক্লাস ও পড়াশোনার ফাঁকে একটু বিনোদন নিতে পারতাম।গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চালু হয়ে এখন অব্দি টুর্নামেন্ট চলমান। কিন্তু কোন শিক্ষার্থী হলের টিভি রুমে বসে খেলা উপভোগ করতে পারছেনা। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ লিগ চলমান কিন্তু শিক্ষার্থীরা উক্ত লিগের ম্যাচ গুলো আমরা মোবাইল ফোন বা ল্যাপটপে দেখার চেষ্টা করলেও নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ব্যার্থ হচ্ছি।
অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে হলের সকলে একসাথে বিভিন্ন রকম খেলা উপভোগ করতে পারলেও আমরা এক সাথে কোন রকম মজা করতে পারছিনা হলে থেকেও। কিন্তু এমন পরিবেশে সময় কাটানো কষ্টকর।'
সিএসই বিভাগের ১২ ব্যাচের আরেকজন আবাসিক শিক্ষার্থী বলেন, 'আমাদের হলের টিভি রুম শিক্ষার্থীদের বিনোদন এবং শিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। তবে বর্তমান টিভি রুমটি সংস্কারের প্রয়োজন রয়েছে। আসবাবপত্রগুলি পুরোনো এবং অনেক সময় অস্বস্তিকর। পাশাপাশি, টিভি এবং অন্যান্য সরঞ্জামগুলিও আধুনিক প্রযুক্তির সাথে মানানসই নয়। আমরা যদি একটি আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারি, তবে এটি শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান উপভোগ করতে আরও উপযোগী হবে।
হল প্রভোস্ট ড. আমিরুল ইসলাম বলেন,
'টিভি রুমের ব্যাপারে আমাদের কথা হয়েছে। ভিসি স্যার মাত্র ছুটি শেষ করে আসলেন তার সাথে আমরা আবার বসব এবং কথা বলে আমরা যত দ্রুত সম্ভব নতুন টিভি এবং বসার জন্য নতুন আসবাবের ব্যাবস্থা করব ইনশাআল্লাহ।'